ছাদখোলা বাসে সংবর্ধনা পাবে সাফ চ্যাম্পিয়ন ফুটসাল দল
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ২:১১ অপরাহ্ণ
বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবারের মত অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আসরের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।
বাফুফে জানিয়েছে,
খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদযাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।
বলে রাখা ভাল, দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের সংগ্রহ পাঁচ ম্যাচে ১১।




