হবিগঞ্জ জেলা কমিটি থেকে এনসিপির ১৩ নেতার পদত্যাগ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা। পদত্যাগকারীরা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী।
এর আগে বুধবার রাত ১২টার দিকে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় এনসিপির একাংশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি জানান তারা।
পদত্যাগকারীরা হলেন, হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।
মাহবুবুল বারী বলেন, আমরা তাদের (১৩ জনের) পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত দেবে, সেই মোতাবেক কার্যকর হবে।
তিনি আরও বলেন, পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেছেন, দলের বিভিন্ন সিদ্ধান্ত, দলীয় নির্বাচনে মধ্যমপন্থা অবলম্বনসহ বিভিন্ন বিষয়ে তারা একমত হতে না পেরে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।




