

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২০২২-০১-১১ ০৫:০২:১১

জুই ইসলাম
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে কেবল তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি
কাছে এসো একবার তোমায় দেখি।
শুধু কান দিয়ে নীরবে আমার কথাটুকো শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি
কাছে এসো মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো
কাঁপছে তোমার হৃদয়খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালবাস আমায় তুমি।
এমএনআই

ফেসবুক মন্তব্য