

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ২০২২-০১-২৪ ১৯:৩৯:১১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছেন। তার নাম জাহিদুর রহমান।
জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসাবে চাকরিরত বলেও জানান শিক্ষার্থীরা।
ভিসির বাসভবনের মূল ফটক থেকে রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
গণমাধ্যম কর্মী এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, শাবির বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষক মাজহারুল ইসলামের জন্য এই ফেন্সিডিল নিয়ে যাচ্ছিলেন। তবে মাজহারুল তাকে একটা ওষুধ আনার কথা বলেছিলেন। এটা মাদক বলে তিনি জানতেন না।
আই নিউজ / এপি

ফেসবুক মন্তব্য