বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২৫/০১/২০২২ ১৪:৩৩:২২

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কাটার দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বরমচালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, বরমচালের পশ্চিম সিঙ্গুর এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে মাটি বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ লাকি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে আব্দুল লতিফ লাকিকে অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করে টিলা যাতে না কাটেন এ জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সিলেট আই নিউজ / আই নিউজ/ জেইউ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ