গোয়াইনঘাট প্রতিনিধি :>>
প্রকাশ ০১/০২/২০২২ ১২:০৭:২২
গোয়াইনঘাটের সালুটিকর এলাকায় মিত্রি মহল গ্রামে ১টি গরুসহ তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রাম থেকে মাঠে ছড়ানো থাকা অবস্হায় চোর দল মিত্রি মহল গ্রামের আব্দুল হকের ছেলে চান মিয়ার একটি গরু চোরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে।
পরে স্থানীয় জনতা চোর দলকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
আটককৃতরা হলো- জালালাবাদ থানার রায়ের গাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আলামিন(২০),একি গ্রামের তৈয়বুর হকের ছেলে আলামিন(২১) ও পূর্বদশা গ্রামের আব্দুল হকের ছেলে মামুন (২৩)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিন দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ১টি গরুসহ ৩ চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি। আর চোরাই গরুটি মালিক হেফাজতে দেওয়া হয়েছে।
সিলেট আই নিউজ / আইনিউজ/এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য