

মাধবপুর প্রতিনিধি
প্রকাশ ২০২২-০৪-০৯ ০৫:৪৭:৩৯

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ দুই কারবারি কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৯৯৫/৪ এস হতে ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১পিস ভারতীয় ইয়াবাসহ দুই কারবারি কে আটক করে বিজিবি।
আটককৃতরা হলো মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামি কফিজুল ইসলাম রফিক(২৯)ও একই ইউনিয়নের দক্ষিণ ধর্মঘর গ্রামের মৃত করম আলীর ছেলে শামীম (৪০)।
বিজিবি জানায়, ওইদিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের টহল কমান্ডার সিগন্যাল নায়েক হাবিবুর রহমান এর নেতৃত্ব একদল বিজিবি অভিযান পরিচালনা করে আসামীদের সাথে কোমরে থাকা ইয়াবাসহ তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি।
সিলেট আই নিউজ / আই নিউজ/ জিইউ


ফেসবুক মন্তব্য