বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৮/০৫/২০২২ ২১:৩৫:৩২

এ বার গল্প বলবে স্থির ছবি। কলকাতার বুকেই ছবি নির্মাণের ধারণাকে ভেঙেচুরে দেখাচ্ছেন খ্যাতনামী ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ। তাঁর এ বারের নির্মাণ ‘সই’। পুরনো সময়ের প্রেক্ষাপটে নারীর বন্ধুত্বের বিভিন্ন পর্যায় তুলে ধরবে এই স্থির চিত্রের প্রদর্শনী। আর সেই নারীদের মুখ? অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং মডেল সৌমশ্রী বন্দ্যোপাধ্যায়। বিশাল বিশাল ৫০টি ক্যানভাস জুড়ে রঙিন ঢেউ। এক নিঃসঙ্গ তরুণীর অপেক্ষার মাঝখানেই এসে হাজির তার প্রাণের সখী। এক জন বন্দি। অন্য জন যেন চিরমুক্তির দূত। তারা একসঙ্গে হাসবে, খেলবে, গাইবে। কিন্তু তার পর? খাঁচার পাখি কি উড়ে যাবে বনে? নাকি একই খাঁচায় ধরা দেবে দুটি প্রাণ? উত্তর মিলবে প্রদর্শনীতে। সংলাপ কিংবা আবহসঙ্গীত নেই। স্রেফ ক্যামেরার আলো-ছায়া-রঙে অদ্ভুত টানাপড়েন ধরে রেখেছেন শিল্পী তথাগত। সেই সঙ্গে প্রতিটি ফ্রেমে নজর কাড়বে দুই সইয়ের অভিব্যক্তি, ভঙ্গিমা। যেমন তাঁদের শাড়ির বাহার, তেমনই গয়নার ঝঙ্কার! চিত্রগ্রাহক তথাগত ঘোষ আনন্দবাজার অনলাইনকে জানান, ছবি তোলা তাঁর নেশা, আবেগও বটে। তবে কাজের জায়গায় তো আর নিজের মতো করে গল্প বলার সুযোগ হয় না। তাই নিজের কথাগুলো চাপা পড়েই থাকে। সেখান থেকেই গল্পেরা জন্ম নেয়। আর গল্প বলার নতুন ধরন বেছে নেন শিল্পী। এ বারের কাজ নিয়ে তিনি বিশেষ ভাবে আশাবাদী। এই প্রথম এত বড় মাপে রঙিন চিত্রের প্রদর্শনী করছেন! যেখানে হাত মিলিয়েছে আন্তর্জাতিক সংস্থাও। ২০১৩ সাল থেকে প্রতি বছরই তারকাদের নিয়ে বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী করে আসছেন তথাগত। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে মডেল করে আয়োজিত হয়েছিল তাঁর প্রদর্শনী ‘অ্যাওয়েটিং’। তার পর করোনা পরিস্থিতিতে পরপর ২ বছর এই প্রদর্শনীর করা সম্ভব হয় নি। এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখে আবারও নিজের স্থিরচিত্র প্রদর্শনী নিয়ে তৈরি তথাগত। সদ্যই মুক্তি পেয়েছে ‘সই’-এর প্রথম ঝলক। চলতি মাসের ১৮ থেকে ২২ তারিখ বিড়লা আকাদেমিতে চলবে প্রদর্শনী।।প্রতিবেদন:কেইউকে।

সিলেট আই নিউজ / আই নিউজ / তমা

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ