

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২০২২-০৬-২২ ১৭:০৩:৫৫

৯ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বুধবার (২২ জুন) নগরভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে এ বিলের চেক হস্তান্তর করেন। সিসিক জানায়, সিলেট সিটি কর্পোরেশনের কাছে বিউবো'র পাওনা বিলের মধ্যে ৮ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭ শ ৮১ টাকা পরিশোধ করা হয়েছে এবং আরও ৫ কোটি টাকার মতো বিল বকেয়া রয়েছে।
বুধবার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, পিডিবি'র ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পিডিবি'র ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ শামস-ই আরেফিন, প্রকৌশলী শ্যামল কান্তি দাস, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।
এনসি

ফেসবুক মন্তব্য