রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২২-০৯-১৮ ০৯:৫২:২০



চীনে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।


রবিবার (১৮ সেপ্টেম্বর) এশিয়ার এই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।


চীনা পুলিশের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।


প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনে এখন পর্যন্ত এটিই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।


এক বিবৃতিতে চীনের পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের গ্রামীণ এলাকায় একটি মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪৭ জন আরোহী ছিলেন। রাস্তায় চলার একপর্যায়ে বাসটি এক পাশে উল্টে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে।


দুর্ঘটনায় বাকি ২০ জন আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 



সিলেট আই নিউজ / একে

ফেসবুক পেইজ