রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২২-০৯-১৮ ১০:০০:১৯



মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের সংঘর্ষে তিন আরোহীর সবাই মারা গেছেন।


শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটির সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।



বিমান দুটির মধ্যে একটি সেসনা-১৭২, অন্যটি সোনেক্স জেনোস। সোনেক্স হালকা বিমান, এটি বাড়িতেই বানানো যায়। আর সেসনা ১৭২ ছোট বিমান, এতে মাত্র ৪টি আসন রয়েছে।


এদিকে, ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।



সিলেট আই নিউজ / একে

ফেসবুক পেইজ