বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন



পাকিস্তানে মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩২

নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে ,নিহতদের মধ্যে বেশির ভাগই পুলিশ কর্মকর্তা

Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ৩০/০১/২০২৩ ০৮:২৯:২৯
বিস্ফোরণের ঘটনা


পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।


সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন যোহরের নামাজ চলছিল সেখানে। সাধারণত ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে যোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।


পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, মসজিদের ধ্বংসাবশেষে অনেক লোক আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।



তাৎক্ষণিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমাটি হাসপাতালে রাখা ছিল নাকি এটি একটি আত্মঘাতি হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।



সিলেট আই নিউজ / একে

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ