শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ৩১/০১/২০২৩ ০১:০৮:৫৯
কাকলী আক্তার মৌ এর কবিতা ‘সুবর্ণপাতা’

বারে বা‌রে চেষ্টায়, সফলতা আ‌সে,

আল‌সে লো‌কে শুধু চু‌পি থা‌কে ব‌সে।


এক বার চেষ্টায়,য‌দি না‌হি পা‌রো,

মন দি‌য়ে চেষ্টা বা‌রে বা‌রে ক‌রো।


সফলতা আঁধা‌রে জ্ব‌লে নিভু নিভু,

ম‌নোবল দূর্বল ক‌রো না তো কভু।


একবার,বার বার,শত বা‌রে বাঁধা-

ভে‌ঙে চুর,হ‌বে দূর;জয়ী হ‌বে সদা।


“না পারা” ব্যথা যত;মা‌টি চে‌পে রে‌খে-

দৃড়তায় ছু‌টে চল,আ‌লো দে‌খে দে‌খে।


সফলতা ধরা দি‌বে,কদ‌মে ছোয়ে,

ভব,জা‌তি মান দি‌বে শ্রদ্ধায় নু‌য়ে।


অনু‌প্রেরণা হ‌বে তু‌মি,বিশ্ব ভ‌‌বে-

তোমা‌কে দেখে স‌বে শিক্ষা নি‌বে।


স্বরচিত কবিতা কাকলী আক্তার মৌ ‘সুবর্ণপাতা’

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ