

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ০৮/০২/২০২৩ ০৩:৪১:০৪

জকিগঞ্জের হাফসা মজুমদার মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী সিদ্দিকা বেগম। সে ওই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সিদ্দিকা জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের আকাকল্যান গ্রামের হুসাইন আহমদ এর মেয়ে।
সিদ্দিকা বেগম জানায়, সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে অসহায় ও সাধারণ মানুষের জন্য সেবা করতে চায়। তাঁর লক্ষ্যার্জনের জন্য সে সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করে। এছাড়াও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এরআগে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সে জকিগঞ্জের গুরুসদয় স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে। এছাড়াও একই বিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৭ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।
সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য