রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২৩-০৭-০১ ১১:৪৩:২৮
বায়োস্কোপ ভেতরের গল্প নিয়ে আসছে ‘মডার্ণ রূপবান’

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের নাম বায়োস্কোপ।এক সময় গ্রামীণ মেলার প্রধান বিনোদন আকর্ষণ ছিলো বায়োস্কোপ।কিন্তু কালের পরিক্রমায় আজ তা হারিয়ে গেছে।হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যের ভেতরের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আসছে ‌মিউজিক ভিডিও ‘মডার্ণ রূপবান’।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলে রোববার প্রকাশিত হচ্ছে ‘মডার্ণ রূপবান’ শিরোনামে কন্ঠশিল্পী সুমি শাবনাম’র মিউজিক ভিডিও।

আকাশ মাহমুদের সঙ্গীতায়োজন ও পরিচালনায় এবং গ্লোবাল প্লাসের কর্ণধার ও সংগীত প্রেমী জাবের আহমদের প্রযোজনায় গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকবি জাহাঙ্গীর রানা।

জানা যায়, বায়োস্কোপ এমন একটি বাক্স যার ভেতর চোখ রেখে দেখা যেত নানা ঘটনাবলি। গ্রাম বাংলার ঐতিহ্য, সুখ-দুঃখের ইতিহাস, মজার ঘটনা গানের তালে তালে ব্যাখ্যা করার পাশাপাশি একের পর এক ছবি আসতে থাকতো। বায়োস্কোপের চারখানা ফুটোয় চোখ লাগিয়ে সিনেমার মতো উপভোগ করত ছোট বাচ্চারা। বাদ যেত না বড়রাও। সেই সঙ্গে বায়োস্কোপ চালনাকারীর মুখের নানান ছন্দ।

মূলত সূদূর প্রবাসে বসেও দেশের মানুষের সুস্থধারার বিনোদনের জন্য কাজ করে যাচ্ছেন গ্লোবাল প্লাসের কর্ণধার ও সংগীত প্রেমী জাবের আহমদ।বাংলার নতুন প্রজন্মের কাছে বায়োস্কোপ তুলে ধরার জন্য ব্যতিক্রমী এই গানটির আয়োজন করা হয়েছে।গানটি দেখতে এবং শুনতে সংশ্লিষ্টরা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

গানটি মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/results?search_query=global+plus

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ