নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ২৪/০৭/২০২৩ ০৫:৫৯:৪৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট ৫) আসনে নৌকার মনোনয়ন চাইবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
সিলেট আই নিউজের সাথে আলাপচারিতায় তিনি বিষয়টি জানান।
তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট বাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ও এলাকার উন্নয়নকে ত্বরান্তিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করতে চাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রদান করেন তাহলে আমি আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্ধিতা করবো।
তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে আরও অনেক উন্নয়নমূলক কাজ দরকার। তাই তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে 'গ্রাম হবে শহর' সেই স্বপ্নপূরণে কাজ করে এলাকার উন্নয়ন ত্বরান্তিত করতে চান।
মাসুক উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করে জাতীয় সংসদে জনগণের পক্ষে তৃণমূলের কথা বলতে চাই। বর্তমান সরকার দেশের উন্নয়নে বদ্ধ পরিকর। আমি সেই উন্নয়নকে জনগণের দোরগড়ায় পৌছে দিয়ে গ্রামকে শহরে রুপান্তর করতে কাজ করে যেতে চাই।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য