আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ১৮/০৯/২০২৩ ১২:২৬:১৯
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর তত্ত্বাবধানে পরিচালিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানা- জাঙ্গাইল, টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় এতিমখানার হল রুমে অভিভাবক সমাবেশে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মঞ্জুর আহমদ।
বক্তব্য রাখেন দারুল আইতাম হালিমাতুস সাদিয়া রা. এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মোঃ জাকারিয়া, সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মাহদি হাসান, হাফিজ মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা ফুজায়েল আহমদ, হাফিজ আব্দুল হক, ক্বারী উসমান গণি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা রাজীবুল ইসলাম ইমন, সহকারী শিক্ষা সচিব মাওলানা আরমান আহমদ, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, মাওলানা মুফতি সাফওয়ান আহমদ প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হামদ ও ক্বেরাত পরিবেশন করেছেন রবিউল হাসান রুহান, আহমদ গুলজার, নুরুল করিম, বরকত উল্লাহ, সাহেদ মিয়া, শায়েক আলী, আব্দুর রহমান ও আবিদ আল-হাসান।
প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুল মুমিন বলেন, শিশুদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এতিম শিক্ষার্থীদের গড়ে তোলতে হবে। শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য