রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২৩-০৯-১৮ ১২:৩৬:৩৭
সড়ক দুর্ঘটনায় নিহত ওবায়দুল্লাহ ইসহাকের মৃত্যুতে ড. আহমদ আল কবিরের শোক প্রকাশ

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

তিনি এক শোক বার্তায় বলেন, ওবায়দুল্লাহ ইসহাক ছিলো জনদরদী সমাজসেবক এবং মাটি ও মানুষের নেতা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী রাজনীতিবিদকে হারালো। জালালাবাদ ইউনিয়নবাসী একজন সৎ ও নিষ্ঠাবানচেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাককে হারিয়েছেন। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।

বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ