

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ২০২৩-০৯-১৮ ০৬:১৫:৩৮

সিলেটের জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় অফিসার চয়েস মদসহ ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতররা হলো : জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের রফিক মিয়া, উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের আব্দুল আজিজের ছেলে ছবুর আহমদ(২৮), বড়পাথর গ্রামের হোছন আহমদের ছেলে জবরুল ইসলাম জাবু (২৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্চ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ এর নেতৃতে এসআই মহরম আলীসহ পুলিশের একটি টিম জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দিতে অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক মিয়া কে আটক করে।
এদিকে সোমবার সকালে এসআই সামসুল হক সুমন ও এএসআই রেজুয়ান আলী মোল্লাসহ পুলিশের একটি টিম ছবুর আহমদ ও জবরুল ইসলাম জাবুকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আটক করে।
পরে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেন জকিগঞ্জ থানার এসআই (মিডিয়া অফিসার) মফিদুল হক সজল।
সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক মন্তব্য