রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন



Repoter Image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::

প্রকাশ ২০২৩-০৯-১৮ ১০:৪০:২২
কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হলেন শাহাব উদ্দিন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শাহাব উদ্দিন।

তিনি উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কর্তব্যনিষ্ঠার সাথে। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছেন কতৃপক্ষ।

বিষয়টি শ্রেষ্ঠ পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, ব্যক্তি, প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্য সচিব মোঃ শাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া সভাপতি শাহাব উদ্দিন এক প্রতিক্রিয়ায়  বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সবধরনের সহযোগিতা ও আন্তরিকতা আরো একধাপ এগিয়ে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তাছাড়া উপজেলাভিত্তিক শ্রেষ্ঠত্বের আসনে আরো যারা আসীন হলেন, শ্রেষ্ঠ  প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চিলাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি লাল দাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না ঘোষ।

সহকারী শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রওশন আরা বেগম,তেলীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার শ্রেষ্ঠ কাব শিক্ষক। শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করে মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ