

নিজস্ব প্রতিবেদন ::
প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৩:৪২:৪০

সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার নওয়াগ্রাম এলাকার যাত্রী ছাউনীর সামনে এ ঘটনা ঘটে।
তিনি জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নওয়াগ্রাম এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জয়নালের ডান পা ভেঙে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিদুল হক সজল।
সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক মন্তব্য