রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৪:১৪:৩৮
জৈন্তাপুরে ছয়টি ভারতীয় গরু সহ গাড়ী আটক

জৈন্তাপুরে ভারত থেকে অবৈধপথে আসা ৬টি গরুসহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নিজপাট লক্ষিপ্রাসাদ গ্রামে অভিযান পরিচালনা করে আটক করা হয়।

জানা যায়, লালাখাল সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে উপজেলার নিজপাট লক্ষিপ্রাসাদ গ্রামে ফেরীঘাট ব্রীজের দক্ষিণে লালাখাল টু লক্ষিপ্রাসাদ রোডে ডিআই গাড়ী (ঢাকা মেট্রো ন- ১২-০৬১৯) সহ ছয়টি গরু আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালানে জড়িত ও পন্য বহনের অভিযোগে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ