রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন



Repoter Image

ছাতক প্রতিনিধি :>>

প্রকাশ ২০২৩-০৯-১৯ ০৮:২৫:৫৬
দেশে মেঘা প্রকল্প বাস্তবায়নে সরকারের উন্নয়ন ইতিহাসে নজির হয়ে থাকবে,এমপি মানিক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। আজ তারই তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছেন। দেশে উন্নয়নের ইতিহাসে পদ্মা সেতু, উড়াল সড়ক, মেট্রোরেলের মতো একের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন করে সরকার নজির স্থাপন করেছে। এ সরকারের সময়েই ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। গ্রামে গঞ্জে রাস্তা-ঘাট, সেতু-কালভার্টে ভরপুর। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারাবাজারেও বিপুল উন্নয়ন হয়েছে। এখানে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসার সুব্যবস্থা, সেতু-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ থেকে ধরে সর্বক্ষেত্রে সরকারের উন্নয়নের কারনে এ অঞ্চলের জনগণ আজ সুফল ভোগ করছে। এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ছাতক উপজেলার  ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে এক কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শিবনগর (কটিরমারখাল) হতে বাংলাবাজার রাস্তা পাকাকরণ কাজের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব  কথা বলেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

ছাতক-দোয়ারাবাজারবাসীর জীবনমান উন্নয়ণে তাঁকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মনোনীত প্রার্থীদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করতে হবে।

ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসাইন, মাহমুদুর রহমান জুসেফ, অলিউর রহমান রুবেল, আব্দুল মতিন মেম্বার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত করেন ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তর পুর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা ইঞ্জিনিয়ার আফছর আহমদ, আওয়ামীলীগ নেতা কাওছার আহমদ, শামিম আহমদ, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, এনামুল হক এনাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, জেলা ছাত্রলীগ নেতা পাপলু মিয়া, শ্রমিকলীগ নেতা আশিক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, বলরাম দে, আতিক মিয়া, যুবলীগ নেতা চন্দন আহমদ, মেম্বার আবু তাহের, আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফসুছ মিয়া, আজিজুর রহমান প্রমুখ।

সিলেট আই নিউজ / এল টি

ফেসবুক পেইজ