আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২১/০৯/২০২৩ ০৩:৫৯:৫৫
তিন বছরের ছেলেকে নিয়ে নদে গোসল করতে গিয়েছিলেন এক মা। তাঁর অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছিল না। পরে জাল ফেলে আধা ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার বেলা দুইটার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুটি ফেদারগাঁও গ্রামের কামাল উদ্দিন ও মোছা. খাজুরুন দম্পতির ছেলে।
পুলিশ জানিয়েছে, খাজুরুন তাঁর তিন বছরের ছেলে আরিফুল ইসলামকে কোলে করে পিয়াইন নদে গোসল করতে যান। তিনি কোল থেকে ছেলেকে নদের ঘাটে রাখেন। একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। খাজুরুন ছেলেকে না পেয়ে নদের পানিতে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিবেশী ও স্বজনেরা ছুটে এসে নদে জাল ফেলে শিশুটির সন্ধান চালান। আধা ঘণ্টা পর জালে উঠে আসে শিশুটির নিথর দেহ। পরে দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য