বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২৩/০৯/২০২৩ ১২:৫৭:১৫
চন্ডীপুলে আইএলটিএস কর্নারের উদ্বোধন করলেন এমপি হাবিব

সিলেটের চন্ডীপুলে আইএলটিএস কর্নারের ৫ম শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডীপুলে কেক কেটে আইএলটিএস কর্নার ৫ম শাখার উদ্বোধন করেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এসময় বিশিষ্ট মুরব্বি আনফর আলীর সভাপতিত্বে ও আব্দুল কাদিরের পরিচালনায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ দিলওয়ার, দি নিউ ন্যাশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আমিন, আইএলটিএস কর্নার চন্ডীপুল শাখার ফাউন্ডার ডিরেক্টর হেলাল আহমদ, উজ্জ্বল মাহমুদ, ঢাকা দক্ষিণ শাখার ডিরেক্টর সাগর দাস, গোবিন্দগঞ্জ শাখার ডিরেক্টর নোমান আহমদ, গোলাপগঞ্জ শাখার পাপিয়া আজিম, ফ্যাকাল্টি রিয়া বেগম, আল মনসুর মুহিত, মামুন আহমদ, সজয় দাস, রনি তালুকদার, শাখা কর্মকর্তা মাছুম আহমেদ, আবুল আহমেদ।

এর আগে চন্ডীপুলে আইএলটিএস কর্নার ৫ম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, যুবনেতা আনছার  আলী, যুবলীগ নেতা নিজামুর রহমান নিজাম, আবু তালেব মুর্শেদ, শিক্ষার্থী আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ