আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২৩/০৯/২০২৩ ০১:১২:০৫
সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেট জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নগরীর সোবানীঘাট , লালবাজার, রিকাবীবাজার এলাকায় বিভিন্ন আরতের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন দোকানে ভোজ্য তেল, চাল, চিনি, পেঁয়াজ, আলু, খেঁজুর, সবজি বাজারসহ দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের মালামাল ক্রয় বিক্রয়ের প্রতিদিনের রশিদ সংরক্ষণে রাখার জন্য বলা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ) আবু সালেহ মোঃ হুমায়ুন কবির,কোতয়ালী থানার এসআই আমিনুলসহ পুলিশ সদস্যরা।
সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জসিম উদ্দিন বলেন, সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দিয়েছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে সিলেট জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য