বানিয়াচং প্রতিনিধি :>>
প্রকাশ ২৩/০৯/২০২৩ ০৬:৪৪:৩৯
বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগের খানা মহল্লা থেকে নীলা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্কুল ছাত্রী ওই মহল্লার শিশু মিয়ার কন্যা। সে স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, পরিবারের সকলের অগোচরে এবং ঘরে কেউ না থাকায় নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বানিয়াচং থানার ওসি তদন্ত আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, তবে কি কারণে সে আত্নহত্যা করেছে এই বিষয়ে কোন কিছু জানা যায় নি।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য