সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন



Repoter Image

গোয়াইনঘাট প্রতিনিধি :>>

প্রকাশ ২০২৩-০৯-২৩ ১০:৪৮:৫২
প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে হবে : গোলাপ মিয়া

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী গোলাপ মিয়া বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।দেশের অগ্রগতির বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের সিলেট-৪  আসনকে এগিয়ে নিয়ে যেতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

শনিবার (২৩ সেপ্টেম্বর)  বিকাল ৪ টায় নির্বাচনী এলাকা গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সারিঘাট বানই নয়াখেল গ্রামের স্থানীয় জনসাধারণ ও বালু শ্রমিকবৃন্দের সাথে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোলাপ মিয়া বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে আপনাদের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে স্মার্ট সরকার। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। তিনি আরো বলেন,পাথর কোয়ারী বন্ধ হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

 আমার নির্বাচনী এলাকার মানুষ বাঁচতে হবে আগে তার পরে পরিবেশ। মানুষ বাঁচলে পরিবেশ বাঁচবে।

মোঃ আনোয়ার হোসাইনের পরিচালনায় বৃহত্তর আলীর গাঁও ইউনিয় ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,  ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম,বানই নয়াখেল বালুঘাট শ্রমিক সংঘটনের সভাপতি গোলাম মস্তফা

 উপজেলা যুবলীগ নেতা সাদ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি তেরামিয়া,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আল-আমিন,ছাত্রনেতা আনোয়ার হোসাইন,সহ প্রমুখ।

সিলেট আই নিউজ / এল টি

ফেসবুক পেইজ