সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২৩-১১-০৯ ১১:১৬:১৩
গাজা পুনর্দখলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র

তবে কি নতুন করে গাজা উপত্যকা দখল করে নিচ্ছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রীর ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতায় এমনই প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভয়াবহ বোমা হামলার মধ্যদিয়ে দৃশ্যত নতুন করে দীর্ঘমেয়াদে গাজা উপত্যকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। তারা বলেছে, গাজা সিটিতে অবস্থান নিয়ে তারা এখন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। মঙ্গলবার এর কড়া প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্দখলের বিরোধিতা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, এমন সিদ্ধান্তের অগ্রভাগে থাকতে হবে ফিলিস্তিন ইস্যু। গাজা ফিলিস্তিনের অংশ। তা ফিলিস্তিনের হয়েই থাকবে। তিনি আরও বলেন, আমরা গাজাকে পুনর্দখলে সমর্থন করি না।

এক্ষেত্রে ইসরাইলকেও সমর্থন করি না। তিনি আরও বলেন, ৬ই অক্টোবরে যে মর্যাদা ছিল এসব ভূমির সেখান থেকে ফিরে আসা যাবে না। এর মধ্যদিয়ে তিনি ৭ই অক্টোবর হামাসের রকেট হামলার আগের দিন পর্যন্ত বিদ্যমান মর্যাদার কথা বুঝিয়েছেন। তিনি আরও বলেন, ইসরাইল এবং ওই অঞ্চল অবশ্যই নিরাপদ হতে হবে। ইসরাইল বা অন্য কোথাও হামলার জন্য গাজাকে আর ব্যবহার করতে দেয়া উচিত হবে না। এই যুদ্ধ বন্ধ রাখার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পরিকল্পিত একটি ভোটকে সামনে রেখে নিজে নীরব থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন রাশিদা তলাইব। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা সিটিকে চারপাশ থেকে বেষ্টন করে রেখেছে ইসরাইলি সেনারা। তারা এর ভেতর থেকে অপারেশন চালাচ্ছে। হামাস সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। গাজায় কোনো জ্বালানি সরবরাহও দেয়া হবে না। একই সঙ্গে তিনি গাজার উত্তরে অবস্থানরত ফিলিস্তিনিদের নিজেদের নিরাপত্তার জন্য গাজার দক্ষিণে সরে যেতে বলেন। টেলিভিশনে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমরা এখানেই থেমে যাবো না। 

ওদিকে রেডক্রিসেন্ট বলেছে, ইসরাইলি সেনারা তাদের মানবিক ত্রাণবাহী গাড়িবহরে হামলা চালিয়েছে গাজা সিটিতে। ইসরাইলের হামলায় গাজায় নিহত হয়েছেন ডক্টরস উইদাউট বর্ডার্সের একজন সদস্য। এরপর তারা এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। অধিকার বিষয়ক গ্রুপ ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন বলেছে, অস্বাভাবিক হারে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে ইসরাইল। ওদিকে কয়েকদিনের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে আরব, আফ্রিকা ও ইসলামিক দেশগুলোকে নিয়ে সামিট আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এ কথা বলেছেন। ওদিকে ৭ই অক্টোবরের পর থেকে ইসরাইলের নৃশংস হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১০,৩২৮।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার মতে, বুধবার ভোরে গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে নতুন করে বোমা হামলা শুরু করেছে ইসরাইল। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। সেখানে একটি পরিবারকে টার্গেট করে হামলা চালিয়েছে তারা। নিহত ও আহতদেরকে আল আকসা মার্টিরস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশের এলাকায়ও মঙ্গলবার রাতে তীব্র বোমা হামলা হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেক মানুষ। এ অবস্থায় জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মাজেদ বামিয়া বলেছেন, ইসরাইল মনে করে তারা গাজায় যে কাউকে এবং সব ফিলিস্তিনিকে হত্যা করতে পারে। এসব হত্যায় তাদের সামনে কোনো বাধা নেই। যারা তাদের এই যুক্তিকে গ্রহণ করেন তাদের মধ্যে কোনো মানবতা নেই, নেই কোনো নৈতিকতা, বৈধতার কোনো জ্ঞান।

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ