শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন



Repoter Image

সিদ্দিকুর রহমান, স্পেন

প্রকাশ ১২/১১/২০২৩ ০৯:২২:৫৭
স্পেনে চাঁদপুর জেলা এসোসিয়েশনের অভিষেক

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত কার্যকরী কমিটি।

দেশটির রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা এই আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১১ নভেম্বর) বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী'র সঞ্চালনায় বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর দীন মোহাম্মদ ইমাদুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) মোহতাসিমুল ইসলাম,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সাধারন সম্পাদক মুরাদ মজুমদার , সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ,নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, কমিউনিটি ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ বেঙ্গল , মোজাম্মেল হক মনু ,মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ,আব্দুল মোজাক্কির ,আব্দুল কাইয়ুম সেলিম , মিল্টন ভূইয়া কচি , ফজলে এলাহি , একরামুজ্জামান কিরণ ,আবুল কাশেম মুকুল, রাজু আহমদ , রমিজ উদ্দিন ,পিয়ার হোসেন সৌরভ প্রমুখ।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ'র তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ আকাশ। 

বক্তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কমিউনিটির সকলের সাথে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।

২০২৩-২০২৫ সালের জন্য চাঁদপুর জেলা এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

মাদ্রিদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই বছর মেয়াদী এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার। এসময় নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দলমতের ঊর্ধ্বে সবার কাছে গ্রহণ যোগ্য প্লাটফরম তৈরি, সংগঠনকে প্রবাসী বান্ধব ও মডেল সংগঠন হিসেবে দাঁড় করানো সহ নানা প্রত্যাশায় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন বলেন আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আশা করি সবার সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের প্রিয় এই সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী বলেন ‘শুধু অভিষেক অনুষ্ঠান নয়, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পরবর্তীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে। আমরা সংগঠনের সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চাই। এ জন্য আমরা খোরশেদ আলম মজুমদারকে প্রধান করে ৩০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি ।’ যা আমাদের চলার পথ স্বচ্ছ ও সহজ হবে। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ