সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২৩-১১-১৬ ১২:০৮:০৮
হরতাল-অবরোধেও যান চলাচল স্বাভাবিক

হরতাল এবং অবরোধেও মিরপুর ১০ নম্বর গোলচত্তর এবং আশেপাশের এলাকার যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে প্রায় ১ ঘণ্টা মিরপুর এলাকা পরিদর্শন করে দেখা গেছে এমন চিত্র।

বিএনপি ও সমমনা দলের একদফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতালের আহ্বান করেছে।

সরজমিনে দেখা গেছে, মিরপুর এলাকা থেকে সব রুটের বাস চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কিছুটা ভয় এবং আতঙ্কের কারণে তারা রাস্তায় বের হচ্ছেন না।

ঢাকার মধ্যে চলাচল করা বাসের পাশাপাশি সড়কে চলছে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি এবং রিকশা।

একই সঙ্গে এ এলাকায় প্রায় সব ধরনের ছোট-বড় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা আছে, ব্যবসায়ীদের কার্যক্রমও স্বাভাবিক চলছে।

হরতালের সমর্থনে মিরপুর এলাকায় বাম গণতান্ত্রিক জোটের কোনো নেতাকর্মী বা অবরোধের সমর্থকদের কাউকে পিকেটিং-মিটিং মিছিল করতে দেখা যায়নি। পাশাপাশি বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের অবরোধের সমর্থনেও কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ