স্পোর্টস ডেস্ক ::
প্রকাশ ১৬/১১/২০২৩ ১২:৪৭:০৫
নিজেদের মাঠে মাস খানেক আগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'আই'-এ নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
সাম্প্রতিক সময়ে বল পায়ে বেশ ছন্দেই আছেন জামাল-মিতুলরা। খাতা-কলমের ও মাঠের সামর্থ্যের বিচারে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াকু ফুটবল খেলতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
কাবরেরা বলেন, “অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা দল। শারীরিক দিক দিয়েও ওরা অনেক এগিয়ে। আশা রাখছি, এই ম্যাচে আমরা ওদের খুব বেশি সেট পিস উপহার দেব না। আমরা লড়াই করব।”
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৩-তে। যেখানে অস্ট্রেলিয়ার আছে ২৭তম অবস্থানে। তবুও গ্রাহাম আর্নল্ডের দলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দিতেই মাঠে নামবে লাল-সবুজের দল।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য