মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন



Repoter Image

সিদ্দিকুর রহমান, স্পেন

প্রকাশ ১৭/১১/২০২৩ ০৫:৩২:১৯
স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন

স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাবেক ও বর্তমান আহবায়ক কমিটির দায়িত্বশীলবৃন্দরা।

বুধবার(১৫ই নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু'র সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এ কে এম জহিরুল ইসলাম মিল্টন ভূইয়া কচি , শাহ আলম, তাহের চৌধুরী, ইয়াং রাজ খান রাজু, রানা আবেদিন, তুহিন আহমদ কাইয়ুম , আলামিন শেখ , রবিন মাহমুদ, ওয়াহিদুজ্জামান , জহির আহমেদ, শেখ টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত কিছুদিন পূর্বে মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির নামে আরেক কমিটি গঠন হয় সেই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ইয়াং রাজ খান রাজুকে মনোনীত করা হয়। রাজু সংবাদ সম্মেলনে বলেন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন, ব্যাক্তিস্বার্থে কেহ এ সংগঠনকে দ্বিধাবিভক্ত করবে এটা তিনি কখনো প্রত্যাশা করেননা বা মেবে নেবেননা বলে জানান। তিনি সবসময়ই মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ঐক্যের পক্ষে। গত ১লা নভেম্বর আহবায়ক কমিটিকে পাশকাটিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে তার অবর্তমানে ও অসম্মতিতে সাধারণ সম্পাদক পদে তার নাম রাখায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও অসন্তোষ প্রকাশ করেন এবং এর তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।  বৃহৎ ঐক্যের স্বার্থে বর্তমান আহবায়ক কমিটির মাধ্যমে তাদের মেয়াদকালীন সময়ে যে কমিটি ঘোষণা করা হবে সে কমিটিতে একজন সদস্য হিসেবে তাকে কাজ করার সুযোগ দিলেও ইয়াংরাজ খান রাজু যথাসাধ্য তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানান। পরিশেষে তিনি বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ঐক্যের বন্ধন অটুট ও এর অগ্রযাত্রায় মঙ্গল কামনা করেন।

সংগঠনের একাধিক দায়িত্বশীলবৃন্দ জানান ইতিহাস ঐতিহ্যের পূন্যভূমী বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা সুনাম আছে আমরা এই সুনাম ধরে রাখবো। যারা বিক্রমপুর মুন্সিগঞ্জের নাম ব্যাবহার করে করে কমিটি দিচ্ছেন তাদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে বলেন আপনারা এহেন কর্মকাণ্ড ছেড়ে আসুন আমরা একত্রিত ভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই।

তারা আরও বলেন খুব শীঘ্রই আমরা সবার সাথে পরামর্শ করে বিক্রমপুর মুন্সিগঞ্জের কমিটি ঘোষণা করবো।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ