শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন



Repoter Image

সিদ্দিকুর রহমান, স্পেন

প্রকাশ ১৭/১১/২০২৩ ০৫:৩৭:৫৯
স্পেনে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখা।

বৃহস্পতিবার(১৬ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস আর আই এস রবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইমরান আহমেদ।

বক্তব্যে মন্ত্রী বলেন, স্পেন প্রবাসীদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে।

তিনি আসন্ন নির্বাচনে নৌকা মার্কার জন্য কাজ করার আহবান জানান।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও এফ এম ফারুক পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব(শ্রম) মোহতাসিমুল ইসলাম।সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম , সহ সভাপতি একরামুজ্জামান কিরণ , সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন। 

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ সবাই নিজ পরিচয় তুলে ধরেন।অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সহ সভাপতি তুতা কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ আকাশ , আইন সম্পাদক এডভোকেট তারিক হোসাইন , যুবলীগ নেতা ইফতেখার আলম , মামুন হাওলাদার ,হানিফ মিয়াজি ,আল আমিন প্রমুখ।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ