শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৮/১১/২০২৩ ০৪:৫৪:২৬
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রতির অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই আদর্শে সকলে এক যোগে দেশ গড়ার কাজ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই।

তিনি শনিবার (১৮ নভেম্বর) সিলেট নগরীর চালিবন্দরস্থ শ্রী শ্রী ভৈরব মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন ভক্ত বৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক দিবাকর ধর রাম, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, মহানগর আওয়ামী লীগ ১৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এড বিজয় কুমার দেব বুলু,  ধনেশ দেব, দিপক ঘোষ, স্বপন কর্মকার, শ্যামল রায়, অজয় পাল অংশুমান দত্ত অঞ্জন, উত্তম ঘোষ,যিশু কৃষ্ণদেব জনি,  নিরঞ্জন চন্দ্র চন্দ, হারাধন দেব প্রভাষ সহ মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ