

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২০২৩-১১-১৮ ০৭:১৬:১০

আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা-১০ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন সাকিবের স্বজনরা।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, শনিবার দুপুরে ঢাকা-১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা।
এর আগে, এদিন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।
সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক মন্তব্য