সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২০২৩-১১-১৮ ০৯:২০:২৮
সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ : আটক ২

রোববার ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে যাওয়ার পর রাস্তায় মশালগুলো ফেলে মিছিল করতে থাকে তারা। এসময় সেখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগবিদিক ছুটতে থাকেন।   

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানা পুলিশ। এসময় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃত দুজন হলেন, নজরুল ইসলাম সানি ও ইমরান হোসেন রাফি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ