

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২০২৩-১১-১৯ ০৩:২৯:৫৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ বাজার থেকে যুবদল নেতা শহিদুল ইসলামকে এবং পাগলা বাজার থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
শহিদুল ইসলাম ও জাহিদুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতাল চলাকালে গাড়ি ভাংচুর ও নাশকতা সৃষ্টির পৃথক দুই মামলার আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক মন্তব্য