শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন



Repoter Image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::

প্রকাশ ২০/১১/২০২৩ ১১:১৮:১২
আব্দুল বাছির

কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল বাছির আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

রবিবার চিকিৎসাধীন অবস্হায় সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স ৮৫ বছর ছিলো।

তিনি সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদের পিতা।

মরহুমের মৃত্যুর খবর শুনে গোটা উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে। পাড়ুয়াস্হ তাহার নিজ বাড়ীতে একনজর দেখতে ভীড় করছেন বিভিন্ন গ্রামের জনসাধারণ। আজ ২০ শে নভেম্বর দুপুর ২.৩০ মিনিটের সময় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে চেয়ারম্যান আব্দুল বাছির এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ, সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, তাহার মৃত্যুতে গোটা উপজেলাবাসী অভিভাবকশূন্য হলাম। দীর্ঘ সময়ের জনপ্রতিনিধি, শিক্ষার উন্নতির চেষ্ঠাকরণ, সালিশিয়ানকালে বেশ উপকৃত করেছেন গণমানুষের জন্য। এমন প্রতিভাবান ব্যক্তির শূন্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আলহাজ্ব আব্দুল বাছির জনপ্রতিনিধি, সালিশিয়ান এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ