কমলগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ ০৯/১২/২০২৩ ০৩:৪৬:২৫
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতদের সম্মননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর (শনিবার) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, দুপ্রকের সহ সভাপতি আবদুল হান্নান চিনু, এস আই অনিক রঞ্জন দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,
কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সূজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ ভূঁইয়া, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলায় নির্বাচিত ৪ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, স্কুল শিক্ষক ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট আই নিউজ / এল টি
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য