গোয়াইনঘাট প্রতিনিধি :>>
প্রকাশ ১০/১২/২০২৩ ০৯:৪২:২৮
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় গোয়াইনঘাটেও বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। রোববার ১০ ডিসেম্বর মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা গোয়াইনঘাট উপজেলা ও থানা শাখার যৌথ উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি গোয়াইনঘাট প্রেসক্লাব হতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে সমাপ্তি হয়। উক্ত র্যালী ও পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাজ্জাক, গোয়াইনঘাট মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ, নির্বাহী সভাপতি গোলাম সারোয়ার, সাধারন সম্পাদক রহিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট মাবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা থানা শাখার সভাপতি আলকাছ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মেম্বার অব সিলেট জালালাবাদ রোটারি ক্লাবের সদস্য মাহবুব প্রমুখ। এছাড়া র্যালীতে অংশ নেয় স্কুল কলেজ, মাদরাসা শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সিলেট আই নিউজ / এল টি
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য