

জৈন্তাপুর প্রতিনিধি :>
প্রকাশ ০২/০২/২০২৪ ০৮:৫৫:৫৩

জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজারে মিনিবার ফুটবল ট্রুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২রা ফেব্রুয়ারী) বিকেল ৪ ঘটিকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
৪ নং বাংলা বাজার ফুটবল একাদশ আয়োজিত ২০২৪ এ ২য় আসরের ট্রুর্ণামেন্ট এটি। উদ্বোধনী ম্যাচে মোকামপুন্জি ফুটবল একাদশ মুখোমুখি হয় আয়োজক ৪ নং বাংলাবাজার ফুটবল একাদশের।
খেলা শুরুর আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন।
জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ট্রুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য মাসুক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নির্মল দেবনাথ, আব্দুল কাইয়ুম, স্পন্সর শামসুল ইসলাম, আয়োজন কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান, হাবিবুর রহমান, হেলাল খান সহ অন্যান্যরা।
উদ্বোধনী ম্যাচে ৪ নং বাংলা বাজার ফুটবল একাদশ মোকামপুন্জি ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। এ মৌসুমে ৩২টি দল ট্রুর্ণামেন্টে অংশ নিচ্ছে।
সিলেট আই নিউজ / এল টি

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য