
সিদ্দিকুর রহমান, স্পেন
প্রকাশ ১৬/০৬/২০২৪ ১১:০৭:৩২

স্পেনের রাজধানী মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
স্পেনে খোলা জায়গায় ও বেশ কয়েকটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ্যে পশু কোরবানি দেওয়ার নিয়ম না থাকায় স্থানীয় দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসীরা।
রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন ও একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।
রাজধানী মাদ্রিদে রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ ও ৮:৩০ দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অন্য দেশীয়দের সঙ্গে সমবেত হন স্থানীয় বাংলাদেশি মুসলমানেরাও।
সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ এ স্পেনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে স্পেনে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম এবং অনেক কুটনৈতিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।
বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্কে অনুষ্ঠিত হওয়া ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য