আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ২৮/০৬/২০২৪ ১২:৫২:০৩
স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখা ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের সহযোগিতায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ হোসেন রবিন, সাধারণ সম্পাদক ডা. জহিরুল হাসান খান, যুগ্ম সম্পাদক ডা. গৌতম তালুকদার, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখান সভাপতি অধ্যাপক ডা. নাসরিন আখতার সাধারণ সম্পাদক ডা. প্রশান্ত সরকার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায়, ডা. সজল চক্রবর্তী, ডা. জলিল কায়সার খোকন, ডা. মুহিন ও ডা. সজিব প্রমুখ।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য