বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০১/০৭/২০২৪ ০৩:০৬:০৩

সিলেট মহানগরের তলতলার আবাসিক হোটেল বিলাস থেকে অসামাজিক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে হোটেল স্টাফসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে দুজন নারী।

রবিবার (৩০ জুন) বিকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হোটেল স্টাফ রাসেল আহমেদ (২৫), মো. এমদাদুল হক (৪৬), নুরুল আমীন (৫৩) ও তাপস দাস (৩২) এবং অসামাজিক কার্যকলাপকারী জমির মিয়া (৩৫), জুনায়েদ খান (২৭), রিনা বেগম (৪০) ও রাবিয়া বেগম (৩৫)।

 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ