বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন



Repoter Image

ছাতক প্রতিনিধি :>>

প্রকাশ ০২/০৭/২০২৪ ১১:০৬:২৯

ছাতকের ফকির টিলা-বেদেপল্লীতে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় একই পক্ষের ৩ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেদে পল্লীর বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র নুর আলম ও তাহের আলীর পুত্র বুরহান উদ্দিন জালালির মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বুরহান উদ্দিন জালালি সহ তার পক্ষের লোকজন ফকির টিলা বেদেপল্লীতে আনোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় আহত হয়েছেন আনোয়ার হোসেন, স্বপ্না বেগম ও নুর ইসলাম। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত আনোয়ার হোসেন ও স্বপ্না বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুর ইসলামকে ছাতক  হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মছব্বির আলী জানিয়েছেন, ইউপি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে বাড়িতে এসে তারা মারামারিতে জড়িত হয়েছে শুনেছি।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ