বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ০৪/০৭/২০২৪ ০৫:৩৮:১৭

জৈন্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে রোপা আমন মৌসুমের প্রনোদনার সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

৪ জুলাই-২০২৪খ্রি: বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে  রেমাল ঘূর্নিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্ণবাসন সহায়তার অংশ হিসাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

১১শ ২০ জন কৃষকদের মাঝে রোপা আমন, ৩শ জনের মাঝে নারিকেল চারা এবং ৫টি করে ৩০ টি গ্রুপের মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্রামাড়াই মেশিন প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার। 

এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ