বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন



Repoter Image

জৈন্তাপুর প্রতিনিধি :>

প্রকাশ ১১/০৭/২০২৪ ০২:৪৩:০৬

জৈন্তাপুরে উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্তো সভায় মূল আলোচ্য বিষয়ে স্হান পায় সম্প্রতি উপজেলায় পাহাড়ি ঢলে তিনদফা বন্যায় মানুষের ঘরবাড়ী,রাস্তাঘাট, অবকাঠামোগত বিষয় সহ জনস্বাস্থ্য ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সেবা নিয়ে।


বৃহস্পতিবার (১১ই জুলাই) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সাধারণ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৪ আসনের সংসদ  সদস্য ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।


এ সময় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোগত, রাস্তাঘাট, জনস্বাস্থ্য ও মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন প্রতিবেদন পেশ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জৈন্তাপুর প্রকৃতিক দূর্যোগ বিশেষকরে আগাম বন্যায় আক্রান্ত এলাকা। প্রতি বছর ছোটবড় পাহাড়ি ঢলে এই জনপদের কৃষি,যোগাযোগ ক্ষেত্রে কমবেশি ক্ষতির সম্মুখিন হচ্ছে। 


তিনি বলেন যেকোন প্রাকৃতিক দুর্যোগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সর্বদা মানুষের পাশে আছে। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্হ অবকাঠামো নির্মাণের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান। 


এ সময় সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সুনারা বেগম, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, লাইভস্টক কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। 


এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা।

সিলেট আই নিউজ / এসএম


ফেসবুক পেইজ