

ছাতক প্রতিনিধি :>>
প্রকাশ ১৬/০৭/২০২৪ ১২:২৭:৩৮

দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের ছাতক প্ল্যান্ট পরিদর্শন করেছেন সুনামগঞ্জের সরকারি প্রকৌশলীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
সম্প্রতি প্রতিনিধি দলটি ছাতক প্ল্যান্টে পৌঁছলে তাদের স্বাগত জানান, লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ -কোয়ালিটি অ্যাসুরেন্স মোঃ তৌহিদুল আমিন এবং এক্সিকিউটিভ -কোয়ালিটি অ্যাসুরেন্স শামীম হাসান।
পরে প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং গুণগতমান রক্ষা বিষয়ে প্রতিনিধি দলটিকে অবহিত করেন কোম্পানির সিনিয়র ম্যানেজার-কোয়ালিটি অ্যাসুরেন্স নাহিদা শারমিন। সর্বশেষ প্রতিনিধি দলটি ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস বর্ডার লং বেল্ট কনভেয়ার, ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং সুবিধা, অ্যাগ্রিগেটস প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’ ঘুরে দেখেন।
দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন ও গুণগতমান রক্ষায় গৃহিত কার্যক্রম দেখে প্রতিনিধি দলের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল।
সিলেট আই নিউজ / এসএম

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য