আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ১৬/০৭/২০২৪ ১১:২৩:৪৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরহাদ কাউসারকে ছাত্রলীগের মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন নুসরাত জাহান সৌরভী নামে এক নেত্রী।
সৌরভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে পদত্যাগের বিষয়টি জানান সৌরভী।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, নওয়াব ফয়জুন্নেছা হল, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে নিজ স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। ’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।
সিলেট আই নিউজ / এসএম
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য